Dhakuria News: ঢাকুরিয়ায় চোখ রাঙিয়ে হুমকি দিয়ে হার ছিনতাই, গ্রেফতার ৩ দুষ্কৃতী |ABP Ananda live
ABP Ananda Live: ঢাকুরিয়ায় ছিনতাইকাণ্ডে গ্রেফতার ৩ দুষ্কৃতী। গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ। ঢাকুরিয়ার ঝিল রোডে সেলিমপুরের বাসিন্দা পিয়ালি দে রায়কে দাঁড় করিয়ে, চোখ রাঙিয়ে হুমকি দিয়ে হার ছিনতাই করে ৩ দুষ্কৃতী।
দিনের আলোয়, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় মহিলাকে দাঁড় করিয়ে, হার ছিনতাই করে পালায় বাইকে চেপে আসা ৩ দুষ্কৃতী। CCTV ক্যামেরায় ধরা পড়ে ছিনতাইয়ের মুহূর্তের ছবি। টনার পর ৩ দিন পর ৩ দুষ্কৃতীর নাগাল পেল পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই ৩ দুষ্কৃতীকে শনাক্ত করে পুলিশ। যদিও গোটা ঘটনায় আতঙ্কে শহর ছেড়ে ছেলের কাছে চলে যাওয়ার কথা ভাবছেন ঢাকুরিয়ায় অভিযোগকারিণী পিয়ালি দে রায়। আগেই তিনি জানিয়েছিলেন, "এখনও পর্যন্ত পুলিশি তৎপরতা আমরা কিছু দেখতে পাইনি।আস্থা নেই। আস্থা একেবারে নেই। প্রতি বাড়ির ছেলেমেয়েরাই সব বাইরে। কারণ, এখানে না আছে চাকরি, পশ্চিমবঙ্গে কোনও কিছুই নেই।''


















