Digital Fraud: কলকাতায় ভয়াবহ ডিজিটাল প্রতারণার শিকার, সাড়ে ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
Kolkata News: খাস কলকাতায় ভয়াবহ ডিজিটাল প্রতারণার শিকার। সাড়ে ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ বাগুইআটির দম্পতির। 'ফোন ও ভিডিও কল করে ভয় দেখিয়ে ফাঁদে ফেলে প্রতারণা'। 'সেলস ট্যাক্সের প্রাক্তন অফিসারকেই আর্থিক তছরুপের মামলায় ফাঁসানোর হুমকি'। 'আর্থিক তছরুপের মামলার ভয় দেখিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার হুমকি'। 'প্রতারকদের বলে দেওয়া অ্যাকাউন্টে ১২ লক্ষ টাকা RTGS করার নির্দেশ'। 'সিবিআই অফিসার পরিচয় দিয়ে ভিডিও কলেই কোর্টে শুনানির প্রক্রিয়া শুরু'। 'জামিন খারিজের জাল কপিও পাঠিয়ে দেয় প্রতারকরা'। অভিযোগ বাগুইআটির দম্পতি বিশ্বরূপ ও মায়া ঘোষের। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শুধু হিন্দু নির্যাতন নয়, হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করার অপরাধেও এবার গ্রেফতার । বিপ্র দাস নামে এক যুবককে গ্রেফতার করল ইউনুসের সেনা। সুনামগঞ্জে হিন্দুদের উপর মৌলবাদীদের উপর একের পর হামলা। হামলার সেই ছবি লাইভ স্ট্রিমিং করায় ইউনুসের সেনার রোষে বিপ্র দাস।