Sealdah News: শিয়ালদা স্টেশনের কাছে বেলেঘাটা মেন রোডে আগ্নেয়াস্ত্র সমেত পাকড়াও দুষ্কৃতী । ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শিয়ালদা স্টেশনের কাছে বেলেঘাটা মেন রোডে আগ্নেয়াস্ত্র সমেত পাকড়াও দুষ্কৃতী । আজ সকাল ৬টা-র কিছু আগে নাগাদ শিয়ালদা আদালতের কাছে ডিউটিতে ছিলেন এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ার । ২ জনকে দেখেই এক যুবক বেলেঘাটামেন রোড ধরে দৌড়তে শুরু করে । মোবাইল চোর সন্দেহে ধাওয়া করে তাকে পাকড়াও করেন হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ার । তল্লাশিতে দেখা যায়, যুবকের কোমরে গোঁজা রয়েছে একটি আগ্নেয়াস্ত্র । এরপর সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে এন্টালি থানা । ধৃতের নাম পঙ্কজ বিশ্বাস, বাড়ি বেলেঘাটার পটারি রোডে
আরও খবর....
কলকাতার লজে জলপাইগুড়ির বাসিন্দার রহস্যমৃত্যু। বড়বাজারের লজ থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ। গতকালই এই লজে ওঠেন পবনকুমার দাস নামে ওই ব্যক্তি। তাঁর ঘরে আরও কয়েকজন বোর্ডার ছিলেন। পুলিশ সূত্রে খবর, মদ আনানো হয়েছিল। মদের আসরে বচসার জেরে পিটিয়ে খুন, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে বড়বাজার থানা।
ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু।চেন্নাইয়ে উদ্ধার হরিহরপাড়ার বাসিন্দা সাদ্দাম শেখের ঝুলন্ত
দেহ। বছরখানেক আগে বিয়ে হয় স্বরূপনগর মাঠপাড়া এলাকার বাসিন্দা সাদ্দাম শেখের। পেটের দায়ে মাসচারেক আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যান ওই যুবক। পরিবারের দাবি, সোমবার সাদ্দামের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। গতকাল বাড়িতে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছয়। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখার আবেদন জানিয়েছে পরিযায়ী শ্রমিকের পরিবার।



















