Kolkata News: ন্যাশনাল মেডিক্যাল কলেজে তুলকালাম,পুলিশের সঙ্গে লাঠিচার্জ সিভিক ভলান্টিয়ারের!
ABP Ananda LIVE:ন্যাশনাল মেডিক্যাল কলেজে ধুন্ধুমার (Nataionla Medical College)। রোগীর পরিজনদের লাঠিচার্জ পুলিশের। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব রোগী আত্মীয়রা। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে।
রাহুল গাঁধী বলেন, ' আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করেছি। এরপরেই তিনি কটাক্ষ করে বলেন, ' ভাল লাগছে, প্রতি দু-তিন মিনিট অন্তর বিজেপি লোকেরা সংবিধান- সংবিধান -সংবিধান করে চলেছে।' এরপরেই তিনি বলেন, 'ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করলেই প্রতিহিংসা। সংসদে বিরোধী আসনে বসে আমি আনন্দিত ও গর্বিত। আইডিয়া অফ ইন্ডিয়ার উপর হামলা হয়েছে।' মূলত দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ ৩ নতুন আইন। আইপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।