Kolkata News: জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে খিদিরপুর থেকে টানেল বোরিংয়ের কাজ শুরু
ABP Ananda LIVE: জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে খিদিরপুর থেকে টানেল বোরিংয়ের কাজ শুরু । ২টি টানেল বোরিং মেশিন দিয়ে রাস্তা খোঁড়ার কাজ শুরু । খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত ১.৭ কিলোমিটার রাস্তা খুঁড়বে টানেল বোরিং মেশিন। আজ থেকেই কাজ শুরু করেছে দুর্গা বোরিং মেশিন, এরপর কাজ করবে দিব্যা-ও । খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত রাস্তা খোঁড়ার ডেডলাইন আগামী বছরের মে মাস
আরও খবর...
সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল, সেই নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে, এখন যে আবদন পত্র দাখিল করা হচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়ায়, চিহ্নিত অযোগ্য রয়েছেন, তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। এই নির্দেশই আজ ডিভিশন বেঞ্চের তরফেও দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের তরফে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, এই চিহ্নিত অযোগ্যরা, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং চিহ্নিত অযোগ্য তাঁরা যদি ইথিমধ্যেই, আবেদন পত্র দাখিল করে থাকেন বা বাতিল বলে গণ্য হবে। সেই নির্দেশই আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকেও বহাল রাখা হয়েছে। এই নির্দেশের পূর্ণাঙ্গ কপি এখনও হাতে আসেনি। সেটা হাতে আসলে, এর পিছনে কী যুক্তি রয়েছে, মাননীয় বিচারপতিরা সেখানে কী যুক্তি দেখিয়েছেন, সেটা স্পষ্ট হবে।



















