Kolkata Police: সেনার ট্রাক থামানোর ঘটনাকে আর পাঁচটা ট্রাফিক আইন ভাঙার মতো ঘটনা বলছেন ডিসি ট্রাফিক
ABP Ananda LIVE: সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক ওয়াই শ্রীকান্ত। 'পাসপোর্ট অফিসে যেতে হলে এই লেনে যাওয়ার কথা নয়'। 'ডান দিকে বাঁক নিচ্ছিল সেনার ট্রাক, ওখানে ডান দিকে বাঁক নেওয়া নিষিদ্ধ'। 'হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে'। 'কলকাতা শহরে বেপরোয়া গাড়ি চালানো বরদাস্ত করা হবে না'। 'রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো নিয়ে কলকাতা পুলিশের জিরো টলারেন্স'। 'দুর্ঘটনাস্থলে কোনও রাইট টার্ন সিগন্যাল নেই'। 'নো রাইট টার্ন বোর্ডও দেওয়া আছে'। 'এটা লেন ভায়োলেশন, বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা'। 'এটা আর পাঁচটা ট্রাফিক আইন ভাঙার মতো ঘটনা'। 'আইনি পদক্ষেপ নিচ্ছে হেয়ার স্ট্রিট থানা'। 'ফোর্ট উইলিয়ামের সঙ্গে আমার কথা হয়নি'। 'থানার সঙ্গে ফোর্ট উইলিয়ামের আধিকারিকদের কথা হয়েছে'। ভারতীয় সেনার ক্ষেত্রে এতটা সক্রিয়, কিন্তু তৃণমূল বিধায়কের গাড়ির দুর্ঘটনার মুখে যেখানে একজন মারা গেছেন, সেক্ষেত্রেও কি সি সি টিভি ফুটেজ প্রকাশ করবেন আপনারা ? সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের উত্তরে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক ওয়াই শ্রীকান্ত বলেছেন, "ওখানকার সি সি টিভি ফুটেজ আমরা খতিয়ে দেখছি। যখন অ্যাভেলেবেল হবে তখন প্রকাশ করব। এটা Fatal Accident। তদন্ত চলছে। যে তথ্য আছে সেটা এখন দিচ্ছি না। লোকাল থানা যখন তদন্ত করছে, তার তথ্য বেরিয়ে যাবে। এনিয়ে চিন্তা করার কোনও বিষয় নেই।" অথচ, বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে সেনার ট্রাকচালকের বিরুদ্ধে FIR রুজু করেছে কলকাতা পুলিশ। আর এনিয়ে নানা প্রশ্ন উঠে যাচ্ছে।



















