Kolkata Weather: রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, প্রায় সব রাস্তাই জলের তলায়!
ABP Ananda Live: মেঘ ভাঙা বৃষ্টি নয়, নিম্নচাপের জেরেই সোমবার রাত থেকে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল কলকাতায়। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২৫১ মিলিমিটার। তবে এখানেই শেষ নয়, বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তাহলে কি অসুররূপী বৃষ্টি এবারের পুজোর দফারফা করে দেবে? আশঙ্কাটা থেকেই যাচ্ছে।
দুর্গাপুজোর মুখে বৃষ্টির ভয়ঙ্কর রূপ । আগামী দিনেও বৃষ্টির পূর্বাভাস । তাহলে কি অসুররূপী বৃষ্টি এবারের পুজোর দফারফা করে দেবে? এখন এই আশঙ্কাতেই কাটছে দিন। এরই মধ্যে দুর্যোগের চোখ রাঙানিকে উপেক্ষা করেই , কোমর জল পেরিয়ে মঙ্গলের সন্ধেয় প্যান্ডেলে প্যান্ডেলে দেখা গেল ভিড়। যুক্তি একটাই, পুজো কি আর বছরে বার বার আসে !
সোমবার রাতের ভয়ঙ্কর বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চলে গেল ১১ টা প্রাণ। দেবীপক্ষে কত ঘর হল শূন্য। কত মানুষ হারাল সম্বল। এরইমধ্য়ে ফের দুর্যোগের ভ্রকুটি। ফের ভাসাতে পারে বৃষ্টি। কারণ বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আলিপুর আবহাওয়া অফিস। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কলকাতায়।




















