Kunal Ghosh: শমীক ভট্টাচার্য নিশ্চিন্তে থাকুন, BJP কর্মীরা পতাকা ছাড়তে শুরু করে দিয়েছে : কুণাল ঘোষ
ABP Ananda LIVE : আগামীকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদদের বৈঠক। বৈঠকে উঠে আসতে পারে আর জি কর প্রসঙ্গ । 'শমীক ভট্টাচার্য নিশ্চিন্তে থাকুন, BJP কর্মীরা পতাকা ছাড়তে শুরু করে দিয়েছে', পাল্টা আক্রমণে কুণাল ঘোষ
AC Local Train: স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে প্রথম এসি লোকাল ট্রেন, কবে হবে উদ্বোধন?
স্বাধীনতা দিবসের আগেই বাংলায় ছুটবে প্রথম এসি লোকাল। আগামী রবিবার হবে প্রথম এসি লোকালের উদ্বোধন হবে। শিয়ালদা থেকে রানাঘাট, শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ছুটবে এসি লোকাল ট্রেন।
মুম্বই, চেন্নাইয়ের পর এবার কলকাতা এবং শহরতলিতে পাওয়া যাবে AC লোকাল ট্রেনের পরিষেবা। কলকাতাই আগেই চলে এসেছে এসি লোকাল ট্রেন। সিদ্ধান্ত হয়েছিল সেটা শিয়ালদা থেকে রানাঘাট এবং কৃষ্ণনগর লোকাল হিসেবে চলবে। প্রাথমিকভাবে কিছু কাজ চলেছে। তারপর ট্রায়াল রান হয়েছে এই ট্রেনটার। আগামী রোববার সেটার উদ্বোধন হবে। শিয়ালদা স্টেশনেই উদ্বোধনের অনুষ্ঠান করা হবে। রাজ্যের দুই সাংসদ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সম্ভবত সুকান্ত মজুমদার থাকবেন। রেলমন্ত্রী ভার্চুয়ালি থাকবেন কিনা সেটা দেখা হচ্ছে। আপাতত একটি লাইনে চালিয়ে দেখা হবে সাধারণ মানুষ কতটা উৎসাহ পাচ্ছেন এবং অপারেশনের দিক থেকে কোনও সমস্যা হচ্ছে কিনা সেটা পরীক্ষা করে দেখা হবে। অন্যান্য রুটেও এসি লোকাল ট্রেন চালানো হবে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। পূর্ব রেল সূত্রে খবর, রবিবার উদ্বোধনের পর সোমবার থেকেই চালু হবে পরিষেবা।




















