BJP: রাজভবনে সুকান্ত ক্ষমা চাইতে গেছিলেন, খোঁচা কুণালের
রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দিলেন। ডেপুটেশনে উল্লেখ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি এই মাটিতেই জন্মেছিলেন। শিক্ষাক্ষেত্রে নবজাগরণ এনেছিলেন। বর্তমান রাজ্য সরকারের আমলে, শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি বাংলার গরিমা খর্ব করছে। হাইকোর্টের নির্দেশে দুর্নীতির তদন্ত করছে CBI, ED-র মতো সংস্থা। আচার্যের অনুমতি না নিয়ে মুখ্যমন্ত্রী বেআইনিভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে ভাইস চ্যান্সেলর নিয়োগ করছেন, UGC-র নিয়মের তোয়াক্কা না করেই। ইচ্ছাকৃতভাবে শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটিয়ে সমাজের মেরুদণ্ডটাই ভেঙে দিতে চাইছেন বলে আমরা মনে করছি। এই পরিস্থিতিতে ভাইস চ্যান্সেলর বেআইনি নিয়োগ বাতিল করার আবেদন জানাচ্ছি। ডেপুটেশনে উল্লেখ বঙ্গ বিজেপির (BJP) রাজ্য সভাপতির।
এদিন রাজভবনে প্রথম কোনও বিজেপি নেতার সঙ্গে একান্তে প্রায় ২ ঘণ্টার বৈঠক করেন রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন রাজ্যপাল, দাবি করেন সুকান্ত। বিজেপি রাজ্য সভাপতির দাবি, ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের সময় তৈরি লোকায়ুক্ত ভেঙে দিতে অর্ডিন্যান্স আনার কথা বলেছেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনীতিতে (Politics) হিংসা ঢুকছে, এটা অভিপ্রেত নয়, জানিয়েছেন সি ভি আনন্দ বোস, দাবি সুকান্ত মজুমদারের। এবার সেই প্রসঙ্গতে সুকান্তকে খোঁচা কুণালের।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/d2e81b278daa26a7c3f550a7daa0163b1739707801352894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Arms Recovery: কার্তুজ-কাণ্ডে ধৃত নদিয়ার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত, কী বললেন অভিযুক্তর স্ত্রী ? | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/305cfaafb67c748d3c56acf4b55e17e41739705934458894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক',পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/327cdf347c924c30c9d26015b04094b51739704301642894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/e4836b9e135ed639c111f9afe78b462d1739699176281535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)