Kunal Ghosh: OBC-মামলায় রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ, কুণালের নিশানায় বিচারপতি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের বিচারব্যবস্থাকে আক্রমণ কুণাল ঘোষের । OBC-মামলায় রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ, কুণালের নিশানায় বিচারপতি । বিচারব্যবস্থার প্রতি আস্থা রাখার কথা বলেও আক্রমণ । 'OBC মামলায় আইনজীবী কারা ছিলেন, বিচারপতি কারা ছিলেন?' । 'চাকরি মামলাতেও এই একই যুগলবন্দি ছিল' । 'এক জন বিচারপতি বারবার বিজেপি বা বিরোধীদের রাজনীতির রসদ তৈরির মতো রায় দিচ্ছেন' । 'এমন রায় দিলে দুই আর দুইয়ে চার হবে' । 'বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে, কিন্তু মনে হয় ন্যায়বিচার হল না' । বিচারব্যবস্থাকে আক্রমণে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ
আরও খবর...
মোদী-শাহকে এক যোগে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'বকলমে দেশ চালাচ্ছেন অমিত শাহ। মোদিজি তো বিদেশে ঘুরে বেড়ান, আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহের হাতে। তাহলে অমিত শাহকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেই হয়', নবান্নে সাংবাদিক বৈঠকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার।
কেন্দ্রের নির্দেশিকা আর তা নিয়ে ফের সংঘাতের পথে হাঁটল রাজ্য। জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষ্যে ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালনের কেন্দ্রের চিঠি আসা মাত্রই তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। এরই পাশাপাশি নজরে থাকবে রাজ্যে থমকে থাকা ১০০ দিনের কাজ চালুর জন্য সময় বেঁধে কেন্দ্রকে নির্দেশ দিল আদালত। এবং নজরে থাকবে আদালতের অনুমতিতে এক সপ্তাহ পর হিংসা বিধ্বস্ত মহেশতলায় গেলেন শুভেন্দু অধিকারী, সেখানেও তৈরি হল বিতর্ক।


















