Kurseong Incident : কার্শিয়ঙে যুবকের রহস্য মৃত্যু তদন্তে আজ ঘটনাস্থলে যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা
ABP Ananda LIVE :ABP Ananda LIVE : কার্সিয়ংয়ের ডাউ হিলে এ যুবকের রহস্য মৃত্যু ।খুনের অভিযোগ পরিবারের, তদন্তে পুলিশ।আজ ঘটনাস্থলে যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।পাওয়া গিয়েছে ঘটনার ৬ টি সিসিটিভি ফুটেজ।২ টি সিসিটিভির ফুটেজে ইঞ্জিনিয়ারিং ছাত্রকে পড়ে যেতে দেখা যাচ্ছে।হোম স্টে-র টপ ফ্লোরে ছিলেন সপ্তনীল ও তাঁর বন্ধুরা।সম্ভবত সূর্যোদয় দেখতে টপ ফ্লোরে টিনের শেডে উঠেছিল সপ্তনীল, দাবি পুলিশের।
আরও খবর...
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার চেষ্টা ! পাকড়াও অভিযুক্ত
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার চেষ্টা। মুখ্যমন্ত্রীর আবাসে জন শুনানি অনুষ্ঠান চলাকালীন হামলার চেষ্টা। অভিযুক্তর হাতে কিছু নথিপত্র ছিল, দাবি দিল্লি পুলিশের। অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সিভিল লাইন্স থানায় অভিযুক্তকে নিয়ে গিয়ে চলছে জেরা। অভিযুক্ত কি একাই ছিল, নাকি সঙ্গী ছিল অন্য কেউ? জন শুনানিতে হাজির সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার কড়া সমালোচনা বিজেপির। মুখ্যমন্ত্রীই যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মহিলারা কীভাবে সুরক্ষিত থাকবেন? প্রশ্ন কংগ্রেসের।


















