Kakoli on CAA: 'CAA-র নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার', সরাসরি আক্রমণ কাকলির
'CAA-র নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার', CAA নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণে বারাসাতের তৃণমূল প্রার্থীর। এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আর কী বললেন কাকলি ঘোষ দস্তিদার দেখে নেব।
সন্দেশখালি নিয়েও বিজেপিকে আক্রমণে কাকলি ঘোষ দস্তিদার। বলছেন, 'এরকম কোনও ঘটনা ঘটেনি বলছেন সন্দেশখালির মহিলারা। ভাইরাল ভিডিওতে সন্দেশখালির মণ্ডল সভাপতিকে সবাই দেখেছে।' সন্দেশখালি নিয়েও বিজেপিকে আক্রমণে কাকলি ঘোষ দস্তিদার। রেশন দুর্নীতিতে জেলে বালু, ভোটে প্রভাব না পড়ার দাবি কাকলির।
অন্যদিকে, CAA নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্য়েই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে, পূর্ব বর্ধমানের এক দম্পতির জেলে থাকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।ধৃত দম্পতির পরিবারের দাবি, ইতিমধ্যেই তাঁরা CAA-র জন্য আবেদন করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


















