Rahul Gandhi: প্রধানমন্ত্রীর দাবির ঠিক উল্টো ঘটনা ঘটেছে শেয়ারবাজারে', মোদিকে আক্রমণ রাহুলের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার ৪ জুন শেয়ারবাজারে ধস নিয়ে মোদিকে আক্রমণ রাহুলের 'প্রধানমন্ত্রী বলেছিলেন, ৪ জুন শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় পৌঁছোবে' । 'কিন্তু ৪ জুন প্রধানমন্ত্রীর দাবির ঠিক উল্টো ঘটনা ঘটেছে শেয়ারবাজারে' । '৪ জুন শেয়ারবাজারে বড়সড় ধস নামে, খাদে চলে যায় শেয়ারসূচক' । সংসদীয় তদন্ত কমিটির দাবি রাহুল গাঁধীর
এদিন জগন্নাথ সরকার বলেন, "আমার মনে হয় কিছু কিছু জায়গায় আমরা এখনও শক্তিশালী হতে পারিনি। দুর্বলতা তো আছেই, সেটা অস্বীকার করে লাভ নেই। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্য়তে মজবুত করতে সহযোগিতা করবে। একটা প্রার্থীকে হঠাৎ করে যাঁর জায়গা রয়েছে, তাঁকে বদল করাটা এটা আমার মনে হয় ভাল ফল আসেনি। আমরা উভয় ক্ষেত্রে তাই-ই দেখতে পাচ্ছি। দিলীপদা তাঁর নিজস্ব জায়গা ছিল। আর সেই জায়গা থেকে সরিয়ে একটা আনকোড়া জায়গায় প্রার্থী হয়ে তিনি পা রাখলেন প্রচারের জন্য নামলেন। এই জায়গাটায় একটা ঘাটতি, যতই তিনি রাজ্য সভাপতি থাকুন, রাজ্য সভাপতি হিসেবে কটা জায়গায় যাওয়া যায়। আর তিনি যদি একজন সাংসদ তাঁর এলাকায় বহুবার ঘুরেছেন। বৈঠক করেছেন, কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে। এখটা ভাল চেনা। আনকোড়া লোককে দাঁড় করিয়ে দিলেন, যিনি ছিলেন সরিয়ে দিলে, সবাই ভোট দিয়ে দেবে, এটা ঠিক বলে আমার মনে হয় না।''