Jayanta Singh: জয়ন্ত সিংয়ের গলায় মালা পরাচ্ছেন মদন-পুত্র! ভিডি প্রকাশ্য়ে আসতেই বিতর্ক। ABP Ananda Live
West Bengal News: মঞ্চে সাংসদ, একাধিক বিধায়ক, থেকে থানার ওসি। সেই মঞ্চেই গলায় মালা পরিয়ে, তৃণমূলকর্মী জয়ন্ত সিংকে সম্বর্ধনা দিচ্ছেন মদন মিত্রর ছেলে শুভরূপ মিত্র। আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের পোস্ট করা এই ভিডিও দেখে বিরোধীরা বলছে, এই জন্য়ই জয়ন্ত ও তার দলবলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।
কিশোরের শরীরে সাঁড়াশি দিয়ে অত্য়াচার! হাত-পা-মাথা ধরে বেধড়ক মার যত চিৎকার, তত মার কিন্তু কোথা থেকে এত সাহস পেল কামারহাটির আড়িয়াদহের জয়ন্ত গ্য়াং? এই প্রশ্ন যখন জোরাল হচ্ছে, তখন সামনে এসেছে জয়ন্ত সিংয়ের আড়িয়াদহের তালতলা ক্লাবের ফেসবুক পেজের এই ভিডিও।
২০২৩ সালের ১১ই ফেব্রুয়ারি এরপর, জয়ন্ত সিংয়ের গলায় মালা পরিয়ে দিলেন মদন-পুত্র। যে মঞ্চে জয়ন্ত সিংকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেখানে উপস্থিত কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র...দমদমের সাংসদ সৌগত রায়...পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ...এবং বেলঘরিয়া থানার তৎকালীন IC রতন চক্রবর্তী...বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, জয়ন্ত সিংয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে মঞ্চের ওপর যারা বসে আছে, তারপর কার ঘাড়ে কটা মাথা, জয়ন্তর বিরুদ্ধে ব্য়বস্থা নেবে!