ঘন্টাখানেক সঙ্গে সুমন(পর্ব ৩, ২.১২.২৪):মণিকর্ণিকা ঘাটে অন্তেষ্ট্য়ি সম্পন্ন হল প্রাক্তন IPS পঙ্কজ দত্তর
Ghantakhanek Sange Suman: বিরোধিতা জন্য় অন্ধ বিরোধিতা নয়, সমালোচনার জন্য় সমালোচনা নয়। বিভিন্ন বিষয়ে পঙ্কজ দত্ত সবসময় ইস্য়ুভিত্তিক প্রতিক্রিয়া দিতেন। কখনও তাতে থাকতো, ক্ষুরধার আক্রমণ, কখনও আবার দরাজ প্রশংসা। যার বিরুদ্ধে তিনি সরাসরি রাজধর্ম পালনে ব্য়র্থতার অভিযোগ তুলতেন, সেই তাঁকেই আবার ব্য়তিক্রমী প্রশাসক বলতেও পিছপা হননি। নির্দ্বিধায় যে সরকারের পুলিশ-প্রশাসনের সমালোচনা করতেন তিনি, সেই সরকারেরই স্থায়িত্ব নিয়ে আবার ভবিষ্য়ৎবাণী করতেন! আইনশৃঙ্খলা ইস্য়ুতে যে সরকারকে তুলোধনা করতেন, প্রান্তিক মানুষের প্রকল্প নিয়ে সেই সরকারকেই আবার প্রশংসায় ভরিয়ে দিতেন। যে রাজ্য়টাকে, যে শহরটাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অবসর জীবনটা যে শহরেই কাটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, শেষ সময়টায় আর ফিরতে পারলেন না সেই শহরে। বেনারসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য়ুর পর, গতকাল মণিকর্ণিকা ঘাটে তাঁর অন্তেষ্ট্য়ি সম্পন্ন হয়েছে।তাঁর প্রতিবাদী কণ্ঠকে কোনওদিন ভুলতে পারবে না বাঙালি।