Madan Mitra: 'যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশী তকমা দিয়ে হাত পড়বে...', বাংলাদেশি ইস্যুতে হুঁশিয়ারি মদনের
ABP Ananda LIVE: 'যদি কেউ মনে করে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না। তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশী তকমা দিয়ে হাত পড়বে। সেদিন বিজেপির হাতের মুঠো কেমনভাবে মুচড়ে ভেঙে দিতে হয়, তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি। ২১ জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে বাংলাদেশি ইস্যুতে হুঁশিয়ারি মদন মিত্রর।
আরও খবর...
২০১১ সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।আর ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে এসে দুর্গাপুরের সভা থেকে তৃণমূলকে হঠিয়ে "আসল পরিবর্তনের" ডাক দিলেন নরেন্দ্র মোদি। বললেন, তৃণমূল যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। পরিবর্তনের পদ্ম ফোটাতে হবে। বিকশিত বাংলা মোদির গ্য়ারান্টি। ভিন রাজ্য়ে বাঙালি হেনস্থার প্রসঙ্গ তুলে, বাঙালি আবেগে শান দিতে যখন রাস্তায় নেমেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তখন পাল্টা অনুপ্রবেশ ইস্য়ু জোরালভাবে তুলে ধরে, জবাব দিয়েছেন নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, TMC নিজের স্বার্থের জন্য পশ্চিমবঙ্গের পরিচয়কে বাজি রেখেছে। তার জন্য এখানে অনুপ্রবেশকারীদের মদত দেওয়া হচ্ছে। বাংলার অস্মিতার বিরুদ্ধে হওয়া কোনও চক্রান্তকে বিজেপি সফল হতে দেবে না। আপনাদের কাছে এটাই মোদির গ্যারান্টি। দাঙ্গা থেকে ধর্ষণ...দুর্নীতি থেকে তোলাবাজি...সিন্ডিকেট রাজ থেকে মাফিয়া...ইস্য়ু ধরে ধরে তৃণমূল সরকারকে এদিন চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।



















