Madan Mitra: "১ ঘণ্টা সময় লাগবে না বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে ফাঁকা করে দিতে!'' হুঙ্কার মদনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'মনে হচ্ছে নেতৃত্বের পায়ে ধরে বলি একঘণ্টার জন্য বকলস ও চেনগুলো খুলে দিন, তারপর গল্প শেষ'',রামনবমীর আগে এভাবেই হুঙ্কার শোনা গেল মদন মিত্রর গলায়। বললেন, ''পার্টি যদি বলে ১ ঘণ্টা সময় লাগবে না বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে ফাঁকা করে দিতে!'' অন্য়দিকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলছেন, ''রামনবমীর মিছিলে বাধা দেওয়া হলে অশান্তি হবে।'' মদন মিত্রের হুঙ্কার শুনে তাঁর নিজের দলও যেন কিছুটা সতর্কিত! তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন, ''এই মতামত মদন মিত্রের ব্যক্তিগত।''
আরও খবর..
বেলঘরিয়ায় তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন। এই ঘটনায় বিহার-যোগ সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, শ্যুটআউটকাণ্ডে মূল অভিযুক্ত মনোজ রব্বানি বিহার পালিয়ে গেছে। মনোজই গুলি চালিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ৬ জন যুক্ত ছিল। এদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। গতকাল ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের নীচে রাজীবনগরে মহম্মদ এনায়েতুল্লা ওরফে রিহানকে মাথায় গুলির ক্ষত নিয়ে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ২৮ বছরের ওই তৃণমূল কর্মীকে সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত তৃণমূল কর্মী প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। প্রোমোটিং বিবাদে খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ।



















