Madhyamik Result 2025: প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর
ABP Ananda Live: প্রকাশিত হল মাধ্যমিকের ফল। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ৯টা ৪৫ থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা এবং চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। এবছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ। গতবারের তুলনায় বেড়েছে পাসের হার। প্রথম দশের মেধাতালিকা প্রকাশ করেছে পর্ষদ। যেখানে রয়েছে ৬৬ জনের নাম।
মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬, ৯৯.৪৩ শতাংশ। আগাগোড়া পড়াশোনায় মনোযোগী আদৃতের পরীক্ষার ফলাফলে সব বিষয়েই গ্রেড AA। বাংলা ও ইংরেজি, উভয় বিষয়েই পূর্ণমান পেয়েছে সে। ফুলমার্কস পেয়েছে অঙ্ক, ভৌতবিজ্ঞান, ইতিহাসেও। মাত্র ২ নম্বর করে কাটা গিয়েছে জীবন বিজ্ঞান ও ভূগোলে। তাই আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬। পূর্ণমানের থেকে ৪ নম্বর কম। এবিপি আনন্দের ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশিত ফল। সেখান থেকেই জানা গেল আদৃতের রেজাল্ট।



















