এক্সপ্লোর
Magrahat Update: ফেরার মগরাহাটে জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লা, কে এই জানে আলম মোল্লা? ।Bangla News
মগরাহাটে জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লা ফেরার। কে এই জানে আলম মোল্লা? সূত্রের খবর, চাকরির নামে প্রতারণার অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত। অন্যদিকে, মগরাহাটের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় অভিযুক্ত জানে আলাম পলাতক। ইমারতি দ্রব্যে অর্থলগ্নি নিয়ে বিবাদের জেরে খুন, প্রাথমিক অনুমান পুলিশের। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের।
জেলার
প্রতি বছরের মতো এবছরও কলকাতার বুকে পালিত হল 'বিজয় দিবস',উপস্থিত ছিলেন রাজ্যপাল
আরও দেখুন

















