Suvendu Adhikari: মহেশতলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল শুভেন্দু অধিকারীকে
ABP Ananda Live: হাইকোর্টের অনুমতি নিয়ে মহেশতলায় গিয়ে এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হল শুভেনদু অধিকারীকে। কয়েকটি ট্যাবলোতে 'গিরগিটি', 'আমি নিজের স্বার্থে রং বদলাই' এসব পোস্টার দিয়ে এলাকা প্রদক্ষিণ করে মাইকে শোনানো হল তৃণমূলে থাকাকালীন শুভেনদুর বেশ কিছু বক্তব্যের অংশ। গোটা ঘটনায় রাজ্যপুলিশের ডিজি রাজীব কুমার ও ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা। গিরগিটি লেখা ট্যাবলো কারও গায়ে লাগলে সেটা তার ব্যাপার বলে পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে।
টানা বৃষ্টিতেও ভোটদানের উৎসাহে নেই কমতি, ছাতা মাথায় নিয়েই নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথে চলছে ভোটদান পর্ব
বিরূপ আবহাওয়া। বুধবার রাত থেকেই চলছে বৃষ্টি। কিন্তু তাতেও মানুষের ভোটদানে উৎসাহের খামতি দেখা যায়নি নদিয়ায়। বৃষ্টি মাথায় করেই ছাতা নিয়ে সকাল সকাল ভোট দিতে বিভিন্ন বুথে হাজির হয়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, এরপর কাজে বেরোতে হবে। তাই সকালে তাড়াতাড়ি ভোট দিয়ে যাচ্ছেন।


















