Malda:সমবায় সমিতিতে গান পয়েন্টে ডাকাতি, উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড
ভরদুপুরে মালদার গাজোলের কৃষ্ণপুরে সমবায় সমিতিতে গান পয়েন্টে রেখে ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। মূল চক্রী সমীর মণ্ডল কৃষ্ণপুর এলাকারই
বাসিন্দা। সমীরের বিরুদ্ধে এর আগেও ছিনতাই-সহ বেশ কিছু মামলা রয়েছে। মাস্টারমাইন্ডকে গ্রেফতারের পর গাজোলে সমবায় সমিতিতে ডাকাতির ঘটনায় বাকি চার অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ। ডাকাতদের কাছ থেকে উদ্ধার হওয়া ৩টি বোমা আজ সকালে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড।
গতকাল ভরদুপুরে মালদার গাজোলে সমবায় সমিতিতে গান পয়েন্টে ডাকাতি। ভল্ট ভেঙে লক্ষ লক্ষ টাকা লুঠ করে পালানোর সময়, পুলিশের গুলিতে জখম হল ২ দুষকৃতী। মালদার পুলিশ সুপার জানান, এখনও পর্যন্ত পুলিশের জালে ৪ জন ধরা পড়েছে। তাঁদের মধ্য়ে দু'জনের বাড়ি মালদার চাঁচলে। দুষ্কৃতীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা উদ্ধার হয়েছে।
অন্য়দিকে, ঘটনার পর ফের একবার আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা।