Malda News: মালদার চাঁচলে ফিরলেন পরিযায়ী শ্রমিক সাজিনুর পারভিন ও তাঁর পরিবার
ABP Ananda LIVE : বাংলা ভাষায় কথা বলায় চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবারকে দিল্লিতে হেনস্থার অভিযোগ। মালদার চাঁচলে ফিরলেন পরিযায়ী শ্রমিক সাজিনুর পারভিন ও তাঁর পরিবার। নিয়েছে ২৫ হাজার টাকা, জয় শ্রীরাম না বলায়, লাথি মেরেছে পেটে, অভিযোগ চাঁচলের পরিযায়ী পরিবারের। দিল্লি পুলিশের বিরুদ্ধে অনেক কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ ভিত্তিহীন, সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি করে দিল্লি পুলিশ ও বিজেপি। কাল মালদার সেই পরিবারকে দিল্লি থেকে কলকাতায় এনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস। চাঁচলের পিরোজাবাদে বাড়িতে পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দিল জেলা প্রশাসন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি যান চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, চাঁচলের মহকুমাশাসক। সাজিনুর পারভিনের বাড়িতে আপাতত কয়েকদিন নিরাপত্তায় থাকবে পুলিশ। পরিচালকের চিত্রনাট্য সুপার-ডুপার ফ্লপ, কটাক্ষ বিজেপির। মালদার চাঁচলে ফিরলেন পরিযায়ী শ্রমিক সাজিনুর পারভিন ও তাঁর পরিবার


















