Malda : কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত রতুয়া, আহত উভয়পক্ষের বেশ কয়েকজন !
পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়া। সংঘর্ষে আহত তৃণমূল পরিচালিত পরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ উভয় পক্ষের বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ২ পক্ষের মধ্যে বিবাদ চলছিল। শনিবার তৃণমূল কর্মীদের উদ্দেশে কংগ্রেস কর্মী কটুক্তি করে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, কর্মীরা প্রতিবাদ করলে বচসায় শুরু হয়। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে ২ পক্ষ। ভাঙচুর চালানো হয় ২ দলেরই অফিসে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুখুরিয়া থানার পুলিশ। দুপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের পায়ের তলায় মাটি নেই বলে এসব করছে, পাল্টা দাবি করেছে কংগ্রেস।






















