Mamata Banerjee: বড় ঘোষণা মমতার, কত বাড়ছে ক্লাবগুলির অনুদান? ABP Ananda Live
ABP Ananda Live: 'পুজোতে অনুদানের পরিমাণ ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজার করা হল', ঘোষণা মমতার। 'আমার আনন্দ যেন অন্যের অসুবিধার কারণ না হয়', পুজো নিয়ে বার্তা মমতার। থানার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পুজোর সময় কুইক রেসপন্স টিম তৈরি রাখতে হবে', বললেন মমতা। কী বার্তা মমতার? 'গদি বাঁচাতে এই বাজেট তৈরি করেছে মোদি সরকার', তীব্র আক্রমণ খাড়্গের। আজ মল্লিকার্জুন খাড়্গে বাজেট পাশের পর তীব্র আক্রমণ করেন মোদি সরকারকে। তিনি বলেন এই বাজেট 'হতাশাজনক'। বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছুই দিল না। বাংলা বঞ্চিত রইল, উল্টে জিএসটি (GST) তুলে নিয়ে যাচ্ছে। দিশাহীন, গরিব বিরোধী বাজেট, কোনও আলো নেই। বাজেটে কোনও চাকরির সংস্থান নেই। একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট', বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরও খবর, শপথ-সংঘাত নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'মন্ত্রীদের শপথ রাজভবনে হয়, বিধায়কদের শপথ সাধারণত বিধানসভায় হয়। আমি বলব, লাইনে চলুন, বেলাইন হবেন না। আপনি কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন না। আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে? ৫০০ টাকা করে পেনাল্টি করছেন, এটা তো ব্রিটিশ আইন। আপনার কি টাকার খুব প্রয়োজন? বলতে পারেন, ব্যবস্থা করে দেব। রাজভবন সিলেক্টেড, বিধানসভা ইলেক্টেড'।