ABP Ananda LIVE : ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অমিত শাহ । পরিবারতন্ত্রের অভিযোগে দুর্নীতির ভান্ডারা খুলে দেওয়ার হুঁশিয়ারি । 'অমিত শাহের ছেলে জয় শাহের কীভাবে আইসিসির শীর্ষে?' । রাজ্যে রাজ্যে IAS, IPSদের নিজের কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ।
ছড়া, কবিতা বা আত্মজীবনী নয়। এবার দেশের প্রধানমন্ত্রীদের নিয়ে কলম ধরবেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী। দেশের কোন প্রধানমন্ত্রী কেমন ছিলেন, কাছ থেকে কাকে কেমন দেখেছেন, তা বইয়ের আকারে তুলে ধরবেন তিনি। বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই ঘোষণা করলেন মমতা। জানালেন, বইমেলায় সেটি প্রকাশ পাবে বলে জানালেন তিনি। (Mamata Banerjee)
বুধবার মেয়ো রোডে তৃণমূলের ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে যেমন আক্রমণ করেন, তেমনই রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যকে বদনাম করছে বলে অভিযোগ তোলেন। (Mamata Banerjee from TMC Rally)