Mamata Banerjee: 'বাঙালিদের ওপরে এত রাগ কেন?' মোদি রাজ্যে আসার আগে বাঙালি আবেগে শান মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : নরেন্দ্র মোদি রাজ্যে আসার ৪৮ ঘণ্টা আগে বাঙালি আবেগে শান দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে বাঙালি বিরোধী বলে দাবি করে প্রশ্ন ছুড়ে দিলেন, "বাঙালিদের ওপরে আপনাদের এত রাগ কেন? কী করেছে বাঙালিরা আপনাদের?" বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা অত্যাচারের প্রতিবাদে এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, "ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, যেখানে বিজেপি আছে, সেখানে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে, বাংলা ভাষায় কথা বলে, গ্রেফতার করবেন।"এই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করবেন বলেও এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী এটাও মনে করিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছেন। আর এই রাজ্যে গোটা দেশ থেকে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক এসে কাজ করে। অন্যদিকে বিজেপি পাল্টা আক্রমণ করে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাঙালি প্রেম আসলে লোকদেখানো।




















