Mamata Banerjee: কংগ্রেসের পর তৃণমূল, সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি মমতার
ABP Ananda LIVE: কংগ্রেসের পর তৃণমূল, সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি । সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
'বর্তমান সংঘাত, এবং তার কী অগ্রগতি, জানুক দেশবাসী' । অন্য কারও আগে জানার অধিকার দেশের মানুষের' । বিশেষ প্রতিনিধিদল ফিরলেই সংসদে বিশেষ অধিবেশনের সওয়াল । 'পাক-সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বজুড়ে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল' । সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তেরও প্রশংসায় তৃণমূলনেত্রী । জাতীয় স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে থাকার বার্তা দিয়ে পোস্ট মমতার । মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট রিপোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আরও খবর...
সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা । র্যাঙ্ক 'জাম্প' চাকরিহারাদের পর OMR-এ চিহ্নিত 'অযোগ্যদেরও' ধাক্কা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট । 'CBI-র উদ্ধার করা OMR এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য' । নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন । এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ । 'মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন'। 'নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন' । 'যারা ধন্ধ তৈরি করতে চান, তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন' । তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই: সুপ্রিম কোর্ট






















