Mamata Banerjee: 'আমি চাই সবাই সবাইকে ভালবাসুক', কোন প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
ABP Ananda Live: 'অনেকে বলেন, বাংলায় কিছু হয় না, আমরা বলি না, আমরা করে দেখাই'। 'আপনারা আমার সমালোচনা করতে পারেন, কিন্তু অবহেলা করতে পারেন না'। 'ইতিমধ্যেই ১৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে রাজ্যে'। '৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন'। 'দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর তুলে দেওয়া হবে ইসকনের হাতে'। মন্তব্য মমতার ।
হাওড়ার ডোমজুড়ে ONGC-র কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
হাওড়ার ডোমজুড়ে ONGC-র কারখানায় বিধ্বংসী আগুন। ডোমজুড়ের উত্তর ঝাপড়দহে রাসায়নিক কারখানায় আগুন। রাসায়নিক কারখানায় আগুন,। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। দুপুর ৩.৩০: হঠাৎ রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। উলুবেড়িয়া, আলমপুর, বালি থেকে এল দমকলের একাধিক ইঞ্জিন। ONGC-র কারখানার পাশেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা।



















