Mamata Banerjee : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি দিচ্ছে সরকার
ABP Ananda LIVE : নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, "আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে। আগের নির্দেশ যদি কার্যকর না করি আমরা, তাহলে আদালত বলতে পারে, 'তোমাদের তো অর্ডার দিয়েছিলাম! তোমরা মানোনি। সুতরাং সবটাই বালিত'। আমরা এটা চাই না। আমরা সবটাই রেডি রাখব। যদি বলে পরীক্ষা দিতে হবে না, লিস্ট বাতিল হল না, সেটাই শুনব। আইনি পরামর্শ নিয়ে ৩০ মে আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে। বিকল্প পথ খুলে রেখে আমরা বিজ্ঞপ্তি জারি করব। হাতে সময় রেখে ১৪ জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন। রিভিউ পিটিশনের সময় রেখে ১৫ নভেম্বর প্যানেল প্রকাশ। রিভিউ পিটিশনে কিছু না হলে নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং। ২৪ হাজার ২০৩টি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। সুপ্রিম কোর্ট যেহেতু ডিসেম্বর পর্যন্ত কাজ চালাতে বলেছে, তাই চালিয়ে যান। নবম-দশমে ১১ হাজার ৫১৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগ। একাদশ-দ্বাদশে ৯ হাজার ৯১২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ। যাঁরা এতদিন কাজ করেছেন, তাদের এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ দেব।" (Supreme Court)

















