Mamata Banerjee: বাংলার বাইরে যারা অত্যাচারিত হচ্ছেন, তাঁরা ফিরে আসুন : মমতা বন্দ্যোপাধ্য়ায়
ABP Ananda LIVE: 'ভাবছেন অন্যদের বদনাম করে এভাবেই চলে যাবে?' 'নিজেরা টাকা কামাচ্ছো, আর অন্যদের চোর বলছ?'। 'বাংলার লোকেরা কাজ করে, বাংলার লোকেরা প্রতিভাবান' । এই মাটি গর্বের মাটি, বোলপুরের সভায় হুঙ্কার মমতার। 'দরকার হলে জীবন দেব, আমার ভাষা কাড়তে দেব না' । বাংলার বাইরে যারা অত্যাচারিত হচ্ছেন, তাঁরা ফিরে আসুন । 'আমরা আপনাদের ট্রেনে করে ফিরিয়ে আনব' । 'আপনাদের কাজ দেব, বাঁচার সুযোগ করে দেব' । 'গুজরাতে থাকার কী দরকার? বাংলায় ফিরে আসুন' । 'ওরা যখন চায় না, রাজস্থানে থাকার কী দরকার?' । 'হরিয়ানা, অসম...কথা বলতে গেলে দাঁত ভেঙে যায়, ভাষণ দিচ্ছে!' । 'এত রোহিঙ্গা আসবে কোথা থেকে? বাংলায় বললেই বাংলাদেশি?' । 'আমি যেখানেই যাই, সেখানে সেই ভাষাতেই কথা বলি' । 'NRC-র নামে অস্তিত্ব বিপন্ন করার চক্রান্ত রুখছি, রুখব' । 'ভাষার উপরে সন্ত্রাস, আমরা মানব না', মন্তব্য মমতার
আরও খবর...
বেছে বেছে পর্যটকদের খুন, জঙ্গিদের 'সমর্থনে' তৃণমূল বিধায়ক! 'জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে, জঙ্গিরা সব সময় পর্যটনকে সম্মান জানায়' । ব্যাকফুটে গেলেই এমন কিছু করে বিজেপি, মানুষের নজর ঘুরিয়ে দেয়' । মালদার ভাষা-আন্দোলনের সভায়



















