Mamata Banerjee: দেশের হয়ে বিদেশে সরব অভিষেক, রাজ্যে এসে সরকারকে নিশানা মোদির, কড়া সমালোচনা মমতার
ABP Ananda LIVE: দেশের হয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে সওয়াল করছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের প্রতিনিধি হিসেবে সন্ত্রাসবাদ নিয়ে চড়া সুরে আক্রমণ করছেন পাকিস্তানকে। এই পরিস্থিতিতে, রাজ্য়ে এসে, তৃণমূল সরকারকে আক্রমণ করায়, প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন মুখ্য়মন্ত্রী। বললেন, বিদেশের মাটিতে আমাদের দলের সাংসদও(অভিষেক বন্দ্যোপাধ্যায়) দেশের জন্য গলা ফাটাচ্ছেন আর উনি (প্রধানমন্ত্রী) বাংলায় এসে বাংলাকে গালিগালাজ করছেন!
আরও খবর...
বাংলা আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতেই উপভোক্তাদের টাকা চেয়ে ফোন স্থানীয় তৃণমূল নেতার, বলে অভিযোগ।' ছ' হাজার টাকা দিতে হবে,যা পার্টি ফাণ্ডে জমা হবে' বলে হুমকি। বাড়ি বিক্রি করেও টাকা দিতে হবে। অভিযোগ, উপভোক্তাকে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী ! ইতিমধ্যে সেই টাকা চাওয়ার ফোনের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ।



















