Mamata Banerjee: ধর্মতলায় ২৬দিনের অনশনের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: যা বিচারাধীন তা নিয়ে আমরা কিছু করতে পারব না: মুখ্যমন্ত্রী । ধর্মতলায় ২৬দিনের অনশনের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী । জুনিয়র ডাক্তারদের ফের অনশন তোলার আবেদন মুখ্যমন্ত্রীর । ধর্মঘট থেকে কাজে ফেরার আবেদন মুখ্যমন্ত্রীর স্টেট টাস্ক ফোর্সে ২জন রেসিডেন্সিয়াল, ২জন জুনিয়র ডাক্তার প্রতিনিধি থাকুক: মুখ্যমন্ত্রীর । মেয়েদের থেকেও একজন থাকুক: মুখ্যমন্ত্রী একদিনে সব কিছু হয় না, একটু অপেক্ষা করতে হয়, বললেন মুখ্যমন্ত্রী যা হবে সংবিধান, আইনের মধ্যে থেকে, বললেন মুখ্যমন্ত্রী-মুখ্যসচিব , সরকারের ৫জন, ছাত্রদের ৫জন, টাস্ক ফোর্সে ৫:৫ ফর্মুলা মুখ্যমন্ত্রীর । গ্রিভান্সের কাজটাও টাস্ক ফোর্স দেখবে, জানালেন মুখ্যমন্ত্রী
আরও খবর..
টাস্ক ফোর্সে ডাক্তারদের প্রতিনিধি আরও বাড়ানোর দাবি। কলেজ লেভেল মনিটরিং কমিটিতে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি রাখার দাবি
'এই কমিটি যেন সিলেক্টেড না হয়, ইলেক্টেড হয়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে যেন তদন্ত হয়', অভয়ার মৃত্যুর তদন্তে যেন সহযোগিতা করে রাজ্য: জুনিয়র ডাক্তার। আমরা সব কিছু করেছি, আমরাও চাই তাড়াতাড়ি বিচার হোক: মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য সচিবের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগের জন্য লিখিত আশ্বাসের দাবি জুনিয়র ডাক্তারদের। 'ডায়মন্ড হারবারে থ্রেট কালচারে অভিযুক্ত অধ্যক্ষের ঘরে তালা দিয়েছে', আর জি কর মেডিক্যালে হামলায় অভিযুক্তরা সবাই জামিনে মুক্ত। মুখ্যমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চাইল জুনিয়র ডাক্তাররা।