Midnapore : মেদিনীপুরে বামপন্থী ছাত্র যুবদের অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
ABP Ananda Live: দুর্নীতি, সরকারি শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগ, ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে বিক্ষোভ। মেদিনীপুরে বামপন্থী ছাত্র যুবদের জেলাশাসকের দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ এসএফআই-ডিওয়াইএফআইয়ের। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে মিছিল করে এসে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ। পুলিশ বাধা দিলে বামপন্থী ছাত্র-যুবদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। পরে জেলাশাসককে ডেপুটেশন এসএফআই-ডিওয়াইএফআইয়ের।
Jadavpur Students Death:'দুই কনুইয়ে ছড়ে যাওয়ার দাগ, প্ল্যান করেই মারা হয়েছে', দাবি পরিবারের, যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যুতে খুনের মামলা দায়ের!
কীভাবে জলে ডুবে গেলেন যাদবপুরের ছাত্রী? একাই গিয়েছিলেন? নাকি অন্য কেউ সঙ্গে ছিল? ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যু ঘিরে উঠে আসছে এরকম একাধিক প্রশ্ন। যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু নিয়েই এবার খুনের মামলা দায়ের করল লালবাজার। কীভাবে জলে পড়ে গেলেন অনামিকা? যাদবপুরের ৩ ছাত্রকে তলব।
কীভাবে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের? পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু? নাকি কেউ তাঁকে ঠেলে জলে ফেলে দিয়েছিল? মৃতের পরিবার খুনের অভিযোগ তুলেছে। সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখতে অনামিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছে পুলিশ। দেখা হচ্ছে মোবাইলে কার সঙ্গে শেষ কথা বলেছিলেন অনামিকা? কেউ কি তাঁকে ডেকে নিয়ে গেছিল? যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে এখনও পরতে পরতে রহস্য।


















