Morning headlines : লোকসভার পর রাজ্যসভাতেও পাস মহিলা সংরক্ষণ বিল | ABP Ananda Live
Women Reservation Bill:লোকসভার পর রাজ্যসভাতেও পাস মহিলা সংরক্ষণ বিল। পক্ষে ২১৫টি ভোট, বিপক্ষে শূন্য ভোট। এবার আইনে পরিণত হওয়ার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা।
Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দায়ের করা ইসিআইআর খারিজের আবেদন। আজ সকাল সাড়ে দশটায় অভিষেকের দায়ের করা মামলার রায়দান।
Leaps And Bounds : লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক জানানোর পরেই হয়রানি। ফাইল ডাউনলোডকাণ্ডে আদালতে বিস্ফোরক ইডি। তল্লাশিতে ভুয়ো আধিকারিক কিনা জানবো কী করে ? পাল্টা রাজ্য।
Recruitment Scam: পুলিশকে দিয়ে নিয়োগ দুর্নীতি তদন্ত বন্ধের চেষ্টা, নেপথ্যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা। দাবি ইডির। কাজের বাইরে গিয়ে ডাউনলোডে অনুসন্ধান, আদালতের নজরে আছে, পাল্টা রাজ্য।Calcutta
High Court : সমস্ত জেনারেল ডায়েরির ক্ষেত্রে পুলিশ এত দ্রুত পদক্ষেপ করলে খুশি হতাম। এই মামলায় এত অতিসক্রিয়তার কারণ কী ? শুনানিতে বললেন হাইকোর্টের বিচারপতি।
Abhishek Banerjree: লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের কম্পিউটারে উদ্দেশ্য নিয়েই ফাইল ডাউনলোড। রাজনৈতিকভাবে লড়তে না পেরে, বিজেপির সিবিআই-ইডি ব্যবহার। এবিপি আনন্দকে জানালেন অভিষেক।
Leaps And Bounds :লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টর ও চলচ্চিত্র জগতের ব্যক্তিদের সম্পত্তির রিপোর্ট হাইকোর্টে জমা ইডির। নাম রয়েছে অভিনেতারও। গোটা ইন্ডাস্ট্রিতে মাত্র একজনের নাম ? প্রশ্ন বিচারপতির।
Calcutta High Court : ইডির সম্পত্তি সংক্রান্ত রিপোর্টে এক অভিনেতার সঙ্গে ৪৪ লক্ষের লেনদেন হলেও টাকা ফেরত। আর কেউ আর্থিক লেনদেনে যুক্ত নয় ? প্রশ্ন বিচারপতির। তদন্ত চলছে, জানাল ইডি।
Abhishek Banerjee: সিবিআই-ইডির সমনে ২০২০ সালের পর আমি ৫ বার এবং স্ত্রী ৪ বার হাজিরা দিয়েছেন। স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির হিসেব দেওয়া হয়েছে ইডির কাছে। জানালেন অভিষেক।
CO-Oprative Scam : দোষীরা যে কাউকে কিনতে পারে, তদন্ত সারদাকাণ্ডের মতো যেন না হয়। আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলায় সিবিআইকে সতর্ক করলেন বিচারপতি। ১৮ অক্টোবরের মধ্যে রিপোর্ট তলব।
Municipality Scam: ইডির নোটিসের পর এবার সিবিআই। পুর নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী-আধিকারিকদের তলব। কাদের নির্দেশ নিয়োগ ? জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি।
Kaustav Bagchi: শুভেন্দুর বিরোধী দলনেতা হিসেবে রোল প্লে অস্বীকার করা যায় না। কংগ্রেস নেতা কৌস্তভের মুখে বিজেপি নেতার স্তুতি। অস্বস্তিতে কংগ্রেস। বিজেপিতে যেতে চায়, কটাক্ষ তৃণমূলের।
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর হাত থেকে রাজ্যকে বাঁচাতে যেকজন লড়ছেন কৌস্তভ অন্যতম। বিনদু থেকেই সিনধু হয়। কৌস্তভের পাল্টা প্রশংসায় শুভনদু। বিকল্প মঞ্চের দাবি খারিজ।
Uttar Dinajpur : গোয়ালপোখরে তৃণমূল পঞ্চায়েত প্রধান খুনে অধরা দুষকৃতীরা। পুলিশের ভূমিকায় প্রশ্ন পরিবারের। আটক বেশ কয়েকজন, জানাল পুলিশ। ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের।
Dengue: ক্রমশ ভয়ঙ্কর ডেঙ্গি। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও মিলল ডেঙ্গি-মশার লার্ভা। বন্ধ কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরির পরিত্যক্ত জমি রাজ্য সরকারের। পরিস্থিতি দেখে উষ্মাপ্রকাশ অতীনের।
Nipa Virus: ডেঙ্গি-ম্যালেরিয়ার পর বাংলায় নিপা ভাইরাস আতঙ্ক। বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক কি নিপা-য় আক্রান্ত? জানতে নমুনা পাঠানো হল পুণের এনআইভি-তে।