Municipal Election 2021: কমিশনের ডাকা সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বামেদের, একসুর কংগ্রেস-বিজেপিরও | Bangla News
আগামী ২২ জানুয়ারি চার পুরনিগমের নির্বাচন নিয়ে বৈঠক ডেকেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেখানেই অসন্তোষ প্রকাশ করে ওয়াকআউট করলেন বাম (Leftfront) প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকের মাঝপথেই বেরিয়ে এলেন কংগ্রেস (Congress), বিজেপি-র (BJP) প্রতিনিধিরাও। আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar), বিধাননগর (Bidhannagar), শিলিগুড়ি (Siliguri) পৌরনিগমে ভোট হলেও কেন হাওড়ায় (Howrah) ভোট হবে না, নির্বাচন কমিশন (Election Commission) কেন আদালতে এই বিষয়টি স্পষ্ট করেনি, তা নিয়েই আপত্তি তোলেন বৈঠকে উপস্থিত বিরোধীদলের প্রতিনিধিরা। কমিশনের সিদ্ধান্ত নিয়ে বাম-সহ বাকি বিরোধীরাও সরব হন। যদিও এই বিষয়ে শাসকদল তৃণমূলের (TMC) পক্ষ থেকে কোনও আপত্তি করা হয়নি।
![Kolkata News: রিজেন্ট পার্কে থানার নাকের ডগায় দুঃসাহসিক লুঠ, ফের প্রশ্নে শহরের নিরাপত্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/358208ac37db5bcf4797bf20fa219bc61739887621039968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)