(Source: ECI/ABP News/ABP Majha)
Municipal Election 2022: বোমাবাজি-গুলি চলা থেকে বুথ দখলের চেষ্টা, উত্তপ্ত আসানসোল | Bangla News
আসানসোলে ফের গুলি চলার অভিযোগ। বুথের বাইরে গুলি চালানোর অভিযোগ। অভিযোগ বিজেপির (BJP)। ইতিমধ্যেই এলাকায় যে ভিড় রয়েছে, লাঠি উঁচিয়ে সেই ভিড় সরানো হচ্ছে।
এদিকে, আজ আসানসোলের (Asansol) ১২ নং ওয়ার্ডে বুথ দখলের চেষ্টা। গ্রামবাসীরা বাধা দিতে গেলে গুলি চালানো হয়। তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। 'সিপিএম প্রার্থীকে ভয় দেখাতেই গুলি', ফেসবুক লাইভে দাবি প্রার্থীর মেয়ের।
তৃণমূল কংগ্রেস (TMC) বুঝে গেছে যে আসানসোলের মানুষ তাদের পক্ষে নেই। আসানসোলের মানুষকে যদি ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় তাহলে এই ভোট বিজেপি গঠন করতে চলেছে। মানুষ যাতে ভোট না দিতে পারে তারা সেই চেষ্টাই করছে। মন্তব্য জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari)।
বিধাননগরে পুরনির্বাচনের খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। বিধাননগরের (Bidhannagar) ৩২ নম্বর ওয়ার্ডের ১৮৭ এবং ১৮৮ নম্বর বুথে সকাল থেকেই বহিরাগতদের আনাগোনা এবং ছাপ্পা ভোটের খবর আসে। দুপুর ২টা নাগাদ এবিপি আনন্দের প্রতিনিধি সেখানে গিয়ে হাতেনাতে একজন ভুয়ো ভোটারকের ধরেও ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরে আবার কয়েকজন বহিরাগতকে চিহ্নিত করার পরই প্রায় ২০-২৫জন মিলে ঘিরে ধরে এবিপি আনন্দের ক্যামেরা এবং মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয়। ধস্তা-ধস্তির সময় হাত মুচড়ে, মুখি ঘুঁষিও মারা হয়।