![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TMC News : বড় অঙ্কের বিদ্যুৎ বিল এড়াতে খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতেই চলছে হুকিং!
ABP Ananda LIVE : খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতেই চলছে হুকিং। বাড়িতে বিদ্যুৎ থাকা সত্ত্বেও রাস্তার বিদ্যুতের লাইন থেকে হুকিংএর অভিযোগ। পূর্ব-বর্ধমানের খণ্ডঘোষের ঘটনা। বিধায়কের শাশুড়ির অদ্ভুত দাবি, বড় অঙ্কের বিদ্যুৎ বিল আসায় এমন সিদ্ধান্ত। ভুল স্বীকার বিধায়কের শ্যালকের।
লোকসভার পরে দ্বিতীয় ভোটযুদ্ধেও বিজেপির ভরাডুবি। জেতা মাদারিহাটও হাতছাড়া! হাড়োয়াতে দ্বিতীয় স্থানে উঠে এল আইএসএফ। মাদারিহাটে ফুটল ঘাসফুল, হারল বিজেপি। বিজেপি প্রার্থী রাহুল লোহারকে ২৮ হাজার ১৬৮ ভোটে হারালেন জয়ী তৃণপমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। সপ্তাহের শেষদিন রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকার কথা। তাপমাত্রাও প্রায়ই একই থাকবে (Kolkata Weather)। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বৃষ্টি হয়নি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টি হয়নি। এই সময়ে আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। আর শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ছিল ৬৭ ডিগ্রি সেলসিয়াস।
![Malda News: গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কি হত্যা তৃণমূলের এই দাপুটে নেতাকে ? নাকি ব্যক্তিগত রেষারেষি ? | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/09/3696f93aad4716d172a83e5d7ae7dd1c1736387026616894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Tmc News: দুলাল সরকার হত্যাকাণ্ডে এবার জেলা তৃণমূলেরই আরেক শীর্ষনেতাকে গ্রেফতার পুলিশের ! | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/09/8044586d8124c8086995aacf1e65fe221736386337503894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh: BSF-BGB মুখোমুখি সংঘাতের পর থমথমে মালদার সীমান্ত,কড়া নজরদারিতে হল কাঁটাতার দেওয়ার কাজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/09/c83db001760528d322b747573d926e3e1736363621826535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh : সীমান্তে বাংলাদেশের উস্কানি, মালদার বৈষ্ণবনগরে সীমান্তে ২০ লক্ষ টাকার জাল নোটের হদিশ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/09/b6cbcbe85b48bb68fbb28070aa49cb931736363086635535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Fake Passport : পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/09/38c34b86547b708988ee4993e92def481736362499025535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)