Murshidabad News: অশান্ত মুর্শিদাবাদ, ডিজিপিকে সংসদে তলবের দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর
ABP Ananda Live: অশান্ত মুর্শিদাবাদ, ডিজিপিকে সংসদে তলবের দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। ডিজিপির সঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপারকেও সংসদে তলবের দাবি। তদন্তের রিপোর্ট পেশ করার জন্য তলবের জন্য স্ট্যান্ডিং কমিটিকে চিঠি। কী অবস্থা মুর্শিদাবাদের? স্ট্যান্ডিং কমিটিকে সরেজমিনে খতিয়ে দেখার আবেদন।
মুর্শিদাবাদে নিহত তিনজনের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী
মুর্শিদাবাদে নিহত তিনজনের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। যদিও সরকারের কোনও টাকা তাঁরা নেবেন না বলে জানিয়ে দিলেন, সামশেরগঞ্জে জাফরাবাদে নৃশংসভাবে খুন হওয়া, বাবা ও ছেলে, হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার। অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হওয়া ইজাজ আহমেদের পরিবার আগে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করলেও, এদিন তাদের দাবি, গুলি কে চালিয়েছে তার তদন্ত হওয়া উচিত। যদিও ইজাজের পরিবার আর্থিক সাহায্য নেবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবার।


















