Murshidabad: পুরসভার চেয়ারম্যানকে মারতেই মুর্শিদাবাদে বোমার ভাণ্ডার ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুরসভার চেয়ারম্যানকে মারতেই মুর্শিদাবাদে বোমার ভাণ্ডার? তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণের পরেই চাঞ্চল্যকর অভিযোগ পুরপ্রধানের। 'পুরসভার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিহিংসাতেই হামলার ছক', বিস্ফোরণে আহতের তৃণমূল যোগ সামনে আসতেই দাবি পুরপ্রধান ইন্দ্রজিৎ ধরের।
আরও খবর....
মালদায় তাড়া করে তৃণমূল নেতাকে খুনে এখনও রহস্য। কেন খুন? মাস্টারমাইন্ড কে? ৫জনের গ্রেফতারির পরেও রহস্য। তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরও ২জন গ্রেফতার। দুষ্কৃতীদের গুলিতে ঝাঝরা তৃণমূল নেতা, ২দিন পরেও ধোঁয়াশা। তৃণমূল নেতার বাড়ির কাছেই ধৃত অমিত রজকের বাড়ি
আরেক অভিযুক্ত অভিজিৎ ঘোষের বাড়ি ইংরেজবাজারে। ধৃতরা আততায়ীদের থাকা, বাইকের ব্যবস্থা করেছিল বলে অভিযোগ। 'হামলার পরে কীভাবে চম্পট, তাও ঠিক করে দিয়েছিল অভিজিৎ-অমিত', খুনে ব্যবহৃত অস্ত্র লোপাটেও সাহায্য করেছিল ২জন, দাবি পুলিশের। কিন্তু কেন খুন? নেপথ্যে কার হাত? গোষ্ঠীদ্বন্দ্ব হলে, কাদের সঙ্গে? মালদায় বাড়ির কাছেই তৃণমূলকে নেতাকে তাড়া করে খুনে এখনও রহস্য।
নতুন প্রজন্মকে ফিরহাদের বার্তা, পাল্টা কটাক্ষ হুমায়ুন কবীরের। 'ফিরহাদ হাকিম যে উপদেশ দিচ্ছেন, তা নিজেরা আগে করে দেখান'। 'নতুন প্রজন্মের লোকেরা ওদের দেখেই তো শিখবে, সেই পথ অনুসরণ করবে'। 'আমরা দেখতে পাই না যে, ফিরহাদ হাকিম আমাদের ট্রেনিং করান বা সাজেশন দেন', ফিরহাদ হাকিমকে পাল্টা আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।