Murshidabad News: ডোমকলে পুলিশের হাতে 'আক্রান্ত' গবেষক, মারধরের অভিযোগ
ABP Ananda Live: ডোমকলে পুলিশের হাতে 'আক্রান্ত' গবেষক! গবেষককে থানার মধ্যে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ব্যাঙ্কের পাস বই হারানোর অভিযোগ জানাতে গিয়ে 'আক্রান্ত' গবেষক। ডোমকল থানার এসআই উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে মারধরের অভিযোগ। গবেষকের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ডোমকলের SDPO-কে। জানিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার।
রবীন্দ্রভারতীতে উপাচার্যকে ঢুকতে 'বাধা'-ঘরে তালা, হাইকোর্টের হস্তক্ষেপ। 'জোড়াসাঁকো ক্যাম্পাসে যেন বিনা বাধায় ঢুকতে পারেন উপাচার্য'। গিরিশ পার্ক থানার পুলিশকে কড়া নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। নির্দেশ কার্যকর করে কালকের মধ্যে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ। 'কেউ বিক্ষোভ দেখাতেই পারে, কিন্তু উপাচার্যের প্রবেশে বাধা দিতে পারেন না। উপাচার্য-সহ আধিকারিকদের ঢোকা-বেরোনোয় বাধা দিতে পারেন না'। উপাচার্যের প্রবেশ সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের।



















