Murshidabad: দেশে সম্প্রীতি ও ঐক্য নষ্টের অভিযোগ, ইয়াসিন পাঠান ফেরত দিতে চাইলেন রাষ্ট্রপতি পুরস্কার
ABP Ananda Live: মুসলিম পরিবারে জন্ম নিয়েও, তাঁর হাত ধরে পশ্চিম মেদিনীপুরের পাথরায় প্রাণ ফিরে পেয়েছিল ৪২টি হিন্দু মন্দির। ১৯৯৪ সালে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কারও। এবার রাজনীতির জন্য় সারা দেশে সম্প্রীতি ও ঐক্য নষ্টের অভিযোগ তুলে সেই পুরস্কারই ফেরত দিতে চাইলেন পশ্চিম মেদিনীপুরের ইয়াসিন পাঠান।
বিয়ের পর দিনই জন্মদিন, সকাল সকাল ইকোপার্কে দিলীপ, ভবিষ্যৎ নিয়ে বললেন...
বিয়ের পরদিনই জন্মদিন। আজ জন্মদিন দিলীপ ঘোষের। আজও ইকোপার্কে হাঁটতে বেরোলেন। বিয়ের পর কি পাল্টে যাবেন দিলীপ? তিনি বললেন, "মানুষের চরিত্র সহজে বদলায় না। কেউ ভয় পাচ্ছেন, কেউ চিন্তায় আছেন। অত চিন্তার কারণ নেই।" দিলীপের জন্মদিনে এলাহি আয়োজন অনুরাগীদের। পায়েস, মিষ্টি সব হাজির।



















