Nabanna Avijan: অভয়ার মায়ের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত, ফুটেজ খতিয়ে দেখে পদক্ষেপ:মনোজ ভার্মা
ABP Ananda LIVE: অভয়ার মায়ের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত। ফুটেজ খতিয়ে দেখে পদক্ষেপ। মন্তব্য সিপি মনোজ ভার্মার।সহানুভূতি জানিয়ে লাভ নেই। পাল্টা অভয়ার বাবার।
নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলেছেন অভয়ার বাবা-মা। পাশাপাশি নবান্ন অভিযানে আহত হয়েছেন ৫ পুলিশকর্মী। তাঁদের মধ্যে ৩ জন ভর্তি এসএসকেএমে। আহত কর্মীদের দেখতে আজ হাসপাতালে যান সিপি মনোজ ভর্মা। সেখানে গিয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে নিহত চিকিৎসকের মায়ের অভিযোগের তদন্ত হবে। মেয়ের বিচার চেয়ে শনিবার পথে নেমেছিলেন অভয়ার মা। সেই নবান্ন অভিযানেই তাঁর চাঞ্চল্য়কর অভিযোগ, পুলিশ তাঁকেই মারধর করেছে। এদিন সিপি মনোজ ভর্মা বলেন, "আরজি করের নির্যাতিতার মা যে অভিযোগ করছেন... নিশ্চয়ই উনি আঘাত পেয়েছেন। এটা একেবারেই হওয়া উচিত নয়। কেন হল? কী কারণে হল? পুলিশ মেরেছে বলে যে অভিযোগ করা হচ্ছে, সেটা সত্যি না মিথ্যে খতিয়ে দেখা হবে। অভিযোগ এলে নিশ্চয়ই তদন্ত করা হবে। অভিযোগ না পেলেও...গতকাল থেকে আমরা তদন্ত করছি।


















