Nabanna Avijan Protest : নবান্ন অভিযানে ধুন্ধুমার, অশোক দিন্দা, সজল ঘোষ, অর্জুন সিংহ-কে তলব
ABP Ananda LIVE: নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপি নেতাদের তলব পুলিশের। অশোক দিন্দা, সজল ঘোষ, অর্জুন সিংহ-কে তলব। FIR-এর পর এবার নোটিস দিয়ে তলব বিজেপি নেতাদের। অশোক দিন্দাকে ১৭ অগাস্ট নিউ মার্কেট থানায় হাজিরায় নির্দেশ। পুলিশের ওপর হামলা ও হুমকির অভিযোগে বিজেপি নেতাদের তলব পুলিশের। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে প্রথমে FIR, পরে নোটিস । রবিবার ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে নিউ মার্কেট থানায় তলব। বিজেপি নেতাদের বিরুদ্ধে ৭ FIR দায়ের । ৭টি FIR-র মধ্যে ৫টি কলকাতা ও ২টি হাওড়া পুলিশের। ৪টি FIR নিউ মার্কেট থানায়, হেয়ার স্ট্রিট থানায় ১টি FIR।
‘লোকসভা ভেঙে দিয়ে গোটা দেশে SIR করুন, নতুন করে নির্বাচন হোক’, বিজেপি-কে চ্যালেঞ্জ অভিষেকের
ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে উত্তাল গোটা দেশ। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে 'ভোট চুরি'র অভিযোগে রাস্তায় নেমেছেন বিরোধীরা। সেই আবহে বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার দাবি তুললেন, তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে হলে, গোটা দেশেই তা করা হোক, নতুন করে লোকসভা নির্বাচনও হোক বলে দাবি তুললেন তিনি। (Special Invasive Revision/SIR)বিজেপি-কে সুবিধা করে দিতে নির্বাচন কমিশনও 'ভোট চুরি'তে শামিল বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই নিয়ে উত্তাল রাজধানী দিল্লির পরিস্থিতি। সেই আবহেই নতুন করে লোকসভা নির্বাচনের দাবি তুললেন অভিষেক। তাঁর বক্তব্য, "গোটা দেশে SIR হোক। ভোঙে দেওয়া হোক লোকসভা। বিজেপি শুরু করুক। আমরা সবাই পদত্যাগ করব। কোনও অসুবিধা নেই।"


















