Kaliganj Update : কালীগঞ্জে ভোট-হিংসায় বালিকাকে হত্যার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
ABP Ananda LIVE : কালীগঞ্জে ভোট-হিংসায় বালিকাকে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত গাওয়াল শেখ। গ্রেফতার গাওয়াল শেখ ও তার দুই ছেলে-সহ ৪ জন। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। ২৪ জনের নামে FIR, ঘটনার ৫ দিন পরেও অধরা ১৫। পরিবারের অভিযোগপত্রে ১ নম্বরে নাম ছিল প্রতিবেশী গাওয়াল শেখের। গতকাল গাওয়ালের ছেলে হবিবুলকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে কালীগঞ্জ থানার পুলিশ। তাকে জেরা করে গভীর রাতে কাটোয়া থেকে পাকড়াও করা হয় গাওয়াল ও তার আরেক ছেলে বিমলকে। পুলিশের দাবি, ট্রেনে চেপে গয়ায় পালানোর ছক ছিল অভিযুক্তদের।
West Bengal News Live: কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। 'অবিলম্বে নির্যাতিতার পূর্ণাঙ্গ মেডিক্যাল টেস্ট করাতে হবে'। 'নির্যাতিতার মেডিক্যাল টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে'। '৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে জাতীয় মহিলা কমিশনে'। 'নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে', সিপিকে লেখা চিঠিতে বলল জাতীয় মহিলা কমিশন। কসবাকাণ্ডে গতকালই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। গতকালই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় কমিশন।



















