Nadia: ভিক্ষা করে মায়ের জমানো ৫১ হাজার ৫৯১ টাকার কয়েন দিয়ে স্কুটার কিনলেন নদিয়ার যুবক । Bangla News
মায়ের তিল তিল করে সঞ্চয় করা কয়েনে স্বপ্নপূরণ করলেন নদিয়ার যুবক রাকেশ পাঁড়ে। কয়েন নিয়ে তিনি হাজির হন কৃষ্ণনগরের একটি বাইকের শোরুমে। তিনি কয়েনের মাধ্যমে স্কুটার কিনবেন শুনে প্রথমে হতবাক হয়ে গেলেও, পরে সহযোগিতা করেন শোরুমের কর্মীরা। তাঁরা তিনঘণ্টা ধরে কয়েন গোনেন। মোট ৫১ হাজার ৫৯১ টাকার কয়েন ছিল। বাকি টাকা ঋণের মাধ্যমে শোধ করবেন এই যুবক।
রাকেশ জানিয়েছেন, তিনি একটি দোকানে কাজ করেন। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর সংসার চালাতে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয় তাঁর মাকে। সেখান থেকে এক টাকার কয়েন সঞ্চয় করতেন তাঁর মা। সেই জমানো টাকাই তাঁর হাতে তুলে দেন মা। সেই টাকা দিয়েই তিনি স্কুটার কিনলেন।
বাইকের শোরুমের জেনারেল ম্যানেজার শুভ শুক্লা জানিয়েছেন, ‘ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর সব স্টাফ মিলে কয়েন গোনে। ২-৩ ঘণ্টার চেষ্টায় গোনা শেষ হয়। এরপর স্কুটার দেওয়া হয়। এই যুবককে গাড়ি দিতে পেরে খুশি আমরাও।’
স্কুটার কেনার পর মাকে সঙ্গে নিয়ে পুজো দিতে নিয়ে যান রাকেশ।