Narendra Modi: 'এখন আমার পরিবার নিয়েও কথা বলছে ইন্ডিয়া জোটের দুর্নীতিপরায়ণরা', বললেন প্রধানমন্ত্রী
ABP Ananda LIVE: 'ইন্ডিয়া জোট (INDIA Alliance) সম্পূর্ণ ভাবে ভারসাম্য হারিয়েছে'। 'এখন আমার পরিবার নিয়েও কথা বলছে ইন্ডিয়া জোটের দুর্নীতিপরায়ণরা'। 'ওঁরা জানতে চায়, মোদির (Narendra Modi)পরিবার কোথায়?' 'পরিবারবাদীরা এখানে এসে দেখে যাক, এটাই আমার পরিবার'। 'বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার'। 'মোদির কষ্ট হলে, এই মা-বোন-মেয়েরা কবচের মতো রক্ষা করে'। 'আমার জন্য বাংলার মা-বোন বলেন, 'আমিই মোদির পরিবার'। 'খুব ছোটবেলায় ঘর ছেড়ে একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলাম'। 'পরিব্রাজকের মতো দেশের প্রতি প্রান্তে কিছু হয়ত খুঁজে বেড়াতাম'। 'পকেটে এক পয়সাও থাকত না, ভাষাও হয়ত জানতাম না'। 'কিন্তু কোনও না কোনও পরিবার ঠিক জিজ্ঞাসা করত, কিছু খেয়েছি কিনা'। 'পকেটে পয়সা না থাকলেও আমি একদিনও খালিপেটে থাকতাম না'। 'সেইজন্যই আমি বলি, ১৪০ কোটি দেশবাসীই আমার পরিবার'। 'আমায় যখন কেউ চিনত না, জানত না, তখন দেশের দরিদ্র পরিবারও আমার চিন্তা করত'। 'সেইজন্যই আজ আপনাদের ঋণ শোধ করছি'। 'এই বাংলার ভূমি নারীশক্তির অনেক বড় প্রেরণার কেন্দ্র'।