Narendra Modi: পশ্চিমবঙ্গের মানুষ হিংসা, তোষণ, দুর্নীতির রাজনীতি থেকে মুক্তি চায় : নরেন্দ্র মোদি
ABP Ananda LIVE: একজন বললেন নির্মম সরকার, পাল্টা আরেকজন বললেন, জুমলা সরকার। তরজায় এল সিঁদুরের প্রসঙ্গও। আর প্রধানমন্ত্রী ও মুখ্য়মন্ত্রীর এই বাগযুদ্ধে, পঁচিশেই বেজে গেল, ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা। প্রধানমন্ত্রী এদিন বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষ এখন হিংসা, তোষণ, দাঙ্গা, মহিলাদের উপর অত্য়াচার, দুর্নীতির রাজনীতি থেকে মুক্তি চায়।' পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায় বললেন, সাহস থাকলে আগামীকালই নির্বাচন করুন। বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে, ওঁর প্রতি মানুষের কোনও বিশ্বাস নেই। সব মিলিয়ে বাগযুদ্ধের পারদ একেবারে সপ্তমে। এর মধ্য়েই শনিবার, আবার কলকাতায় আসছেন অমিত শাহ।
আরও খবর...
বাংলা আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতেই উপভোক্তাদের টাকা চেয়ে ফোন স্থানীয় তৃণমূল নেতার, বলে অভিযোগ।' ছ' হাজার টাকা দিতে হবে,যা পার্টি ফাণ্ডে জমা হবে' বলে হুমকি। বাড়ি বিক্রি করেও টাকা দিতে হবে। অভিযোগ, উপভোক্তাকে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী ! ইতিমধ্যে সেই টাকা চাওয়ার ফোনের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ।



















