RG Kar News: এবার দুই মলাটের 'আর জি কর ফাইল' আনতে চান আখতার আলি ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার 'আর জি কর ফাইল' আনতে চলেছেন আখতার আলি। নিজের লেখা বই প্রকাশের অনুমতির জন্য চিঠি লিখলেন স্বাস্থ্য ভবনের সিনিয়র স্পেশাল সেক্রেটারির কাছে। বইটি তিনি উৎসর্গ করছেন আর জি করের নিহত চিকিৎসককে। হাসপাতালের স্বর্ণযুগ থেকে, চিকিৎসকের খুন-ধর্ষণ, ভাঙচুর, আন্দোলন থেকে সন্দীপ ঘোষের গ্রেফতারি - সবই তুলে ধরেছেন বইতে। বইয়ের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আরও খবর....
SSC-র দাগি তালিকায় তৃণমূল বিধায়কের বউমার নাম। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম দাগিদের তালিকায়। নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের নাম দাগি তালিকার ৯৪৮ নম্বরে। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের।
SSC-র দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের ! দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। 'যোগ্যতায় চাকরি পেয়েছি, তালিকা চ্যালেঞ্জ হাইকোর্টে যাব', কমিশনের দাগি-তালিকা প্রকাশের পরেই দাবি তৃণমূল কাউন্সিলরের।



















