Shoot Out Incident: ব্যারাকপুর লাটবাগানে BT রোডে পুলিশ কমিশনার দফতরের কাছে শ্যুটআউট, গাড়ি থেকে গুলি
ABP Ananda Live: ব্যারাকপুর লাটবাগানে BT রোডে পুলিশ কমিশনার দফতরের কাছে শ্যুটআউট। গাড়ি থেকে গুলি, এলাকায় আতঙ্ক। রাতের জয় রাইডে চলল গুলি। আটক আইনের ছাত্র-সহ ৩ জন। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। গতকাল রাতে ব্যারাকপুর লাটবাগানে গাড়ি থেকে গুলি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, গুলি চালায় আইনের পড়ুয়া মহম্মদ আরমান আনসারি। আরমান এবং তাঁর দুই সঙ্গী মহম্মদ শাহবাজ আনসারি ও বিশ্বজিৎ তিওয়ারিকেও টিটাগড় থানা আটক করেছে। ৩ জনই খড়দার বাসিন্দা। কী কারণে গুলি, খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন...
আজ রাজ্যের DA মামলার শুনানি সুপ্রিম কোর্টে
পুজোর আগে কি কর্মচারীদের বকেয়া DA দেবে রাজ্য সরকার? আজ রাজ্যের DA মামলার শুনানি সুপ্রিম কোর্টে। গত চৌঠা অগাস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, DA মামলার দ্রুত নিষ্পত্তি চায় আদালত। দেশজুড়ে এই মামলার প্রভাব আছে বলেও জানিয়েছিল সর্বোচ্চ আদালত। রাজ্য সরকারের পক্ষ থেকে সওযাল করা হয়েছিল, কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্য়ুনাল কেউই টাকার অঙ্ক নির্দিষ্ট না করায়, তা করতে সময় লাগবে।





















