North 24 Pargana Covid Update: সংক্রমণ এড়াতে উত্তর ২৪ পরগনায় তৈরি ৮৩টি মাইক্রো কনটেনমেন্ট জোন
উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) ৮৩টি মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) তৈরি করা হয়েছে। ব্যারাকপুর দুই নম্বর ব্লকের বিলকান্দা (Bilkanda) এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাকে কনটেনমেন্ট জোন করা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা। দু'টি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। দু'টি পরিবারের তিনজন এখানে করোনা আক্রান্ত হয়েছেন। যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেই জন্যই এই ব্যবস্থা। এখানকার মানুষজনদের মধ্যে মাস্ক বিলি করা হচ্ছে, ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে।
করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় রাজপুর (Rajpur) সোনারপুর (Sonarpur) পুরসভা এলাকায় আজ থেকে তিনদিনের জন্য সমস্ত বাজার বন্ধ। পুরসভার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-একদিন আগে পুরসভা ও পুলিশের আধিকারিকরা মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন। সেখানেই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডে এখনও দেখা যাচ্ছে করোনার (Corona Infection) সংক্রমণ। আর সংক্রমণের শৃঙ্খল ভাঙ্গতেই সব দোকান, বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সেখানে আপাতত বুধবার পর্যন্ত দোকান, বাজার বন্ধ থাকবে।
বিধি মেনেই সোমবার গড়িয়া (Garia) স্টেশনে সব দোকান, বাজার বন্ধ ছিল। সেখানে টহল দিচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ। লাঠি হাতে গোটা বাজারে ঘুরছে পুলিশ। শুধুমাত্র ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে। যদিও শুধুমাত্র গড়িয়া স্টেশন নয়, রাজপুর-সোনারপুর পৌরসভার ৩৫টি ওয়ার্ডের দোকানপাট বন্ধ রয়েছে।